Friday, August 4, 2017

Vengeance

Now I’m more than a quarter of
A century old,
And I often think I’ve wasted
All my gold;
Wish I had got a different, some
Other mould,
If only my tendencies to the right
Direction rolled, 
But that should be fine as long as I
Be bold
To declare that revenge’s been sweet –
Though cold –
As you’ve robbed me off my innocence,
You told,
I have robbed you off yours,
Behold!

That busts up the deal; glad I’m 
Not yet sold.


Saturday, April 29, 2017

রস

বাচ্যার্থেই থাইকা কাজ নাই,
বাচ্চারাও তা বুঝতে পারে
ভাব বিনা তুমি ক্যামনে ধরবা
রসবতীরে কাইব্যাধারে?

ক্যামনে ফুটাবা আন্ধার ঘরে
কাইব্য-প্রকাশ ঝাড়বাতি-খান?
ক্যামনে আঁকবা কালো মেঝে জুড়ে
আল্পনা ভাল্‌ ভাল্‌ কয়খান?  

বাচ্যার্থেই আটকা থাইকো না
হোথায় শুধুই ধাঁচাখানা আছে;
দেহপটখানা সম্বল কইরা
বাঁচামরা ছাড়া রাস্তাও আছে।      

Sunday, April 9, 2017

কামমোহিতং

আমি তো ভালোই ঘুমোচ্ছিলাম
মড়ার মতো বিছানায় প'ড়ে প'ড়ে --
জাগিয়ে গেলে তুমি।

তুমি তো এখন অন্য কারো কোলে
নিদ্রা গিয়েছো, কিংবা নিয়েছো গিলে
পারোও বটে তুমি!

আমি উচাটন, বেড়াই ছুটে ছুটে
বিভোর বাতাস ফুসফুসেতে পুরে;
উড়ছো জানি তুমিও।

হাওয়ায় মেলেছি আমরা যে যার পাখনা
সবটা চুলোয় যায় যদি, তো যাক্‌ না
সব আছে, তবু যৌথ হ'ল না।

মিথুন বনতে ক্রৌঞ্চ ব'নে গেলাম
আমরা যে যার নিজের বনে এলাম
ব্যাধ ছিলো, তবু বিদ্ধ হ'ল না।

হে বাল্মীকি, হাহাকার পেলে শুনতে?
কান্না এবং দীর্ঘশ্বাসকে গুনতে?
কাব্যে এসেই মিটবে যত দেনা?
   

Friday, March 31, 2017

খেলা ভাঙার গান



যদি দেখি,

কান্নাহাসির সমস্ত পাট শেষ

যদি দেখি,

রাত্রিদিনের চলন নির্নিমেষ

তবে যেন

ঘুমের কোলে যাই,

গিয়ে ছাই

সব জ্বালা জুড়াই, 

এবং 

জেগে উঠেই পুড়িয়ে ফেলি  

মিথ্যে যত আবেশ !

উটকোবি

উটকো কবি হুড়কো তুলে বেবাক বাজে বকে
তাই নিয়ে ফের ভক্তবৃন্দ আড্ডা জমায় রকে।
উটকোর পাশে ছুটকো এসে কিচিরমিচির করে,
FIR আর হুমকি জুটিয়ে শহীদ-মালা পরে।
শহীদ-শহীদ জমলে খেলা নতুন বেদী গজায়;
বেদীর টঙে চ'ড়ে বেগম নতুন অ্যাওয়ার্ড সাজায়!
তারপরেতে বসন-ভূষণ ভীষণ ভীষণ ভারি
সাজিয়ে নিয়ে দুলকি চালে ফেরেন তাঁরা বাড়ি।
বাড়ি ফিরেই গল্প লেখেন, পদ্য ফাঁদেন আবার
কমিশনের টাকায় মেটান বউ-বাচ্চার আব্দার।
এমনি করেই বাজে বকা কেবল বেড়ে চলে,
সভ্যতাটির জাত ভেসে যায়, চোখ ভেসে যায় জলে।
    

Tuesday, February 28, 2017

গুরুজির জয়

যদি না জোগায় শব্দ মুখে,
শত্রু-সমরে কি ঘোর দুখে
বিপদে-আপদে উপপ্লবে
ঘন-দুর্যোগ জমে ওঠে যবে
করিস্‌ নে শেষ তোর জয়গান
নত না হয় ও-ললাট মহান
মৃদঙ্গে তোল্‌ প্রচণ্ড তাল
গর্জিয়ে বল্‌ সৎ-শ্রী-অকাল!    

Sunday, February 26, 2017

ফেরিওয়ালা

তার কাজ ফুরিয়ে গেছিলো।
কাজ ফুরিয়ে গিয়েছিলো তার
দিনান্তে, অন্য বাসনায়;
টান পড়েছিলো ভাণ্ডারে আর
চোখের দেখার ক্ষণে।

এ-পথে মেয়েটি আসছিলো না।
দেখছিলো না নেড়ে-চেড়ে আর
সাজানো পসরা-ডালি
যা বেচে বেচে কেটে যাবে তার
ঝাপ্‌সা জীবনখানি।

ব্যথাতুর দেহ ঠেলে উঠছিলো।

কার ব্যথার আর কে খোঁজ রাখে --
কেন সে আসে না? দু'দিন ভেবেছে;
ভেবে দু'রাতের ঘুম উড়িয়েছে
তারপরে ঠেলে নিয়ে গেছে তার
পসরা ঠেলার গাড়ি।   

Vengeance

Now I’m more than a quarter of A century old, And I often think I’ve wasted All my gold; Wish I had got a different, some Other ...